ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফুটবল

সুযোগ কাজে লাগাতে পারলো না বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, এপ্রিল ২৭, ২০২৩
সুযোগ কাজে লাগাতে পারলো না বার্সা

লা লিগায় পয়েন্ট টেবিলে ব্যবধান বাড়িয়ে শীর্ষস্থান আরও মজবুত করার সুযোগ পেয়েছিল বার্সেলোনা। সেই সম্ভাবনা কাতালান ক্লাবটি নষ্ট করেছে।

রায়ো ভ্যালেকানোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। বার্সার এই পরাজয়ে পয়েন্ট টেবিলে কোনো নড়চড় হয়নি। রিয়ালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১১ ই থাকছে।  

ম্যাচের ১৯ মিনিটে গোল হজম করে বসে বার্সা। ঘরের মাঠে ভ্যালেকানোকে লিড এনে দেন আলভারো গার্সিয়া। বিরতির পর ৫৩ মিনিটে ফ্রান গার্সিয়া লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন।

খেলার ৮৩ মিনিটের মাথায় রবার্ট লেভান্ডোভস্কি বল জালে জড়ালেও তা বার্সেলোনার পরাজয় এড়াতে পারেনি।  

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ২৭ এপ্রিল, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।