ঢাকা: আসছে এপ্রিলে বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে ইয়ুথ লিডারশিপ সম্মেলন-২০১২। দ্বিতীয়বারের মত এই সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)।
আগামী ২৬-২৮ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশে থেকে ৪৫০ জন তরুণ প্রতিনিধি অংশ নেবেন। এছাড়াও অংশ নেবেন ৫০ জন স্পিকার। যারা তরুণদের সঙ্গে নেতৃত্ব বিষয়ে আলোচনা করবেন।
তরুণদের মধ্যে দক্ষ নেতৃত্ব গঠনের নানা দিক নিয়ে সম্মেলনে বিশেষ কয়েকটি সভা অনুষ্ঠিত হবে।
বিওয়াইএলসি’র প্রতিষ্ঠাতা সভাপতি এজাজ আহমেদ বাংলানিউজকে জানান, সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। তবে তাদের বয়স অবশ্যই ২৮ বছরের মধ্যে হতে হবে। অংশগ্রহণের মাধ্যমে তারা সরাসরি পৃথিবী বিখ্যাত মানুষদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন।
সম্মেলনে অংশ নেওয়ার জন্য www.bylc.org/summit2012 ঠিকানায় প্রবেশ করে নিবন্ধন করতে হবে। এছাড়া ০২৮৮৩৩৫১৯ নম্বরে ফোন করেও বিস্তারিত জানা যাবে। নিবন্ধনের শেষ তারিখ ১০ মার্চ, ২০১২।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার তরুণ প্রজন্মের নেতৃত্ব তৈরিতে কাজ করছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে দেশের তরুণ প্রজন্মের মাঝে দায়িত্ববোধ গড়ে তোলারও চেষ্টা করছে সংগঠনটি।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২