ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ফিচার

প্রবীণতম ম্যারাথন দৌড়বিদ

সুমন মজুমদার, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, ফেব্রুয়ারি ৬, ২০১২
প্রবীণতম ম্যারাথন দৌড়বিদ

এখনো দৌড়ের চাকা সচল রেখেছেন বিশ্বের প্রবীণতম ম্যারাথন দৌড়বিদ শত বছর বয়স্ক ফাউজা সিং।

রোববার হংকং ম্যারাথনে ১০ কিলোমিটার অতিক্রম করে এ বয়সেও তার আত্মবিশ্বাস ও অটুট ফটিনেসের প্রমান রাখলেন  ভারতীয় বংশোদ্ভূত এই ইংরেজ।



গত রোববার হংকং ম্যারাথনে ১০ কিলোমিটার (হাফ ম্যারাথন) অতিক্রম করতে মাত্র ৩৪ মিনিট সময় নেন তিনি। এছাড়া এই প্রতিযোগিতা থেকে প্রাপ্ত প্রায় সাড়ে ২৫ হাজার ডলার তিনি চ্যারিটির কোনো কাজে ব্যবহার করবেন বলে ধারণা করা হচ্ছে।

ব্যক্তিগত জীবনে টারবানেড টরপেডো নামে পরচিতি ফাউজা সিং এর জন্ম ১৯১১ সালে।

তবে সময় মত বার্থ সার্টিফিকেট জমা না দেয়ায় গিনেজ বুকে কিন্তু এখনো নাম উঠাতে পারেননি তিনি।

সাংবাদিকরা তার দীর্ঘজীবনে শারীরিক সুস্থতার রহস্য জানতে চাইলে তিনি জানান, ধুমপান, এ্যালকোহলের মত বিষয়গুলো থেকে দূরে থাকা এবং খাদ্যাভ্যাসে নিরামিষভোজী হওয়াই তার দীর্ঘজীবনের ফিটনেস রহস্য।

বাংলাদশে সময় : ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।