সাইবার জগতে যত বাংলা অক্ষর দেখা যায় তার সিংহভাগই বাংলা ব্লগগুলোতে লেখা। এ কথা আমরা দাপটের সঙ্গেই বলতে পারি! ১৬ ডিসেম্বর বিজয়ের চেতনার সঙ্গে বাংলা ব্লগ যোগ করেছে নতুন মাত্রা।
বাংলা ভাষাকে সাইবার জগতে দৃশ্যমান করার বিশাল ভূমিকা পালন করা ছাড়াও এই বাংলা ব্লগগুলো এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষীদের একে অন্যের ভার্চুয়াল সম্পর্ক তৈরিতে কাজ করছে। দেশের খবরগুলো দেশি ভাষায় বিকল্প মিডিয়ার মাধ্যমে জানার এবং তাদের নিজস্ব ভাবনাকে শেয়ার করা ইত্যাদি অনেকগুলো ভূমিকা পালন করছে।
বাংলা ব্লগ এখন সচেতন নাগরিকদের কন্ঠে পরিণত হয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশের যতগুলো অর্জন; তার মধ্যে সাইবার জগতে বাংলা ভাষার দৃশ্যমান হওয়াটা অন্যতম। এ সব অর্জন উদযাপন করতেই ব্লগার এবং ব্লগ প্ল্যাটফর্মগুলোর পক্ষ থেকে আমাদের আয়োজন ‘বিজয় দিবসের র্যালি’।
ব্লগ কমিউনিটির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে র্যালিতে অংশ নেওয়ার আহবান জানাই। র্যালিটি জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে টিএসসি হয়ে শহীদ মিনার ঘুরে শেষ হবে ছবির হাটে।
আপনাদের অংশগ্রহণ ১৬ ডিসেম্বরকে ব্লগারদের সংঘবদ্ধতার দিবস হিসেবে প্রতিষ্ঠিত করবে। এই যূথবদ্ধতা আমাদের বিজয়ের চেতনার ভাস্বর হয়ে যুদ্ধাপরাধীদের বিচারকে তরান্বিত করতে শক্তিশালী জনমত হিসাবে আর্বিভূত হবে। সে জন্যেই আপনারা সবাই আমন্ত্রীত।
তারিখ: ১৬ ডিসেম্বর
র্যালি শুরু হওয়ার স্থান: শাহবাগ যাদুঘরের সামনে থেকে
সময়: সকাল ৮:৩০ মিনিট
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১১


 
                                             
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                