ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ফিচার

যাত্রা শুরু করলো ইউল্যাব ক্যাম্পাস রেডিও

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, অক্টোবর ১৬, ২০১১
যাত্রা শুরু করলো ইউল্যাব ক্যাম্পাস রেডিও

গণমাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরো জোরালো করার লক্ষে যাত্রা শুরু করলো ‘ইউল্যাব রেডিও ক্যাম্পবায’। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) পরিচালিত রেডিওটি কমিউনিটি রেডিও এর আদলে প্রচারিত হবে।



বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্যাম্পাস রেডিও এটিই প্রথম। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসে রেডিও ক্যাম্পবাযের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘আধুনিক তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাচ্ছি প্রতিদিন। আমরা জানতে চাই। জানাতে চাই। রেডিও ক্যাম্পবায এই দর্শনে উদ্বুদ্ধ হয়ে কাজ করবে বলে আমার প্রত্যাশা। ’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম জেনিলো, পরিচালক (যোগাযোগ) জুডিথা ওলমেকার, যাত্রীর নির্বাহী পরিচালক জামিল আহমেদ, রেডিও ক্যাম্পবাযের উপদেষ্টা প্রভাষক ইমতিয়াজ আহমেদ চৌধুরী প্রমুখ।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইউল্যাব রেডিও ক্যাম্পবায সপ্তাহে ৪দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরাসরি অনুষ্ঠান প্রচার করবে। অনুষ্ঠানমালায় থাকছে গান, আবৃত্তি, নাটক, কুইজ ও ম্যাগাজিন অনুষ্ঠান। এছাড়াও থাকছে দেশ-বিদেশের সবশেষ সংবাদ ও ক্যাম্পাস নিউজ।

রেডিও ক্যাম্পবাযের ব্যবস্থাপক সাদিয়া জানান, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের গণমাধ্যমমুখী করার জন্য ইউল্যাব এই রেডিওটি চালু করছে। খুব শিগগিরই এটি অনলাইনের মাধ্যমে পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।