ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ফিচার

শৃঙ্খলা রক্ষায় জাবির বিএনসিসি

ওয়ালিউল্লাহ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, অক্টোবর ১০, ২০১১
শৃঙ্খলা রক্ষায় জাবির বিএনসিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষার সময়ে শৃংঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) জাবি কন্টিজেন্ট।



বিএনসিসি জাবি কন্টিজেন্টের মোট ২৬ জন্য সদস্য নিয়মিত শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন। এদের মধ্যে তিনজন নারী ক্যাডেটও রয়েছেন। শৃঙ্খলা রক্ষা ও পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য বিএনসিসির সাথে আরো কাজ করছেন জাবির রোভার স্কাউটের ২২ জন সদস্য।
 
প্রতিদিন সকাল নয়টা থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা হলের গেইটে পরীক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষা, প্রবেশপত্র যাচাই ও আসন বিন্নাস খুজতে সহযোগিতা করছে। এছাড়াও ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যও তারা কাজ করে যাচ্ছেন।

বিএনসিসি জাবি কন্টিজেন্টের ক্যাডেট আন্ডার অফিসার (সিইও) মো: ইমরান হোসেন বলেন, ‘আমাদের মূলমন্ত্র হল জ্ঞান, শৃঙ্খলা ও একতা। এই মন্ত্রে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর স্থান ২য় অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর পরে। আমরা বিশ্ববিদ্যালয়ের যে কোন অনুষ্ঠানে শৃঙ্খলা রক্ষা করার জন্য সদা প্রস্তুত। ’  

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেনীর ভর্তি পরীক্ষা শুরু হয়েছে গত ৮ অক্টোবর এবং শেষ হবে ১৩ অক্টোবর। এই শিক্ষাবর্ষে ৮ টি ইউনিটে ২৪০০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে প্রায় ১ লক্ষ ৬৬ হাজার। এবার প্রতি আসনে বিপরীতে প্রতিদ্বন্দিতা করছে ৬৯ জন পরীক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।