ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ফিচার

উদ্বোধন হতেই উধাও শোভাবর্ধনের উপকরণ!

ফটো ও স্টোরি: দীপু মালাকার, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, মে ১৭, ২০১৭
উদ্বোধন হতেই উধাও শোভাবর্ধনের উপকরণ! উদ্বোধন হতেই উধাও শোভাবর্ধনের উপকরণ!

ঢাকা: রাজধানীর মগবাজার ফ্লাইওভারের কারওয়ান বাজার লুপের উদ্বোধন হয়েছে বুধবার (১৭ মে)। শোভাবর্ধক বেলুন, লাল-সবুজ কাপড়ে সাজানো হয়েছিলো উদ্বোধনের আগে।

কিন্তু উদ্বোধনে মাত্র ২০ মিনিট পরই পাল্টে গেলো চিত্র। মুহূর্তে সব লণ্ডভণ্ড! কিছু উচ্ছৃঙ্খল নারী-পুরুষ-শিশুর মধ্যে পড়ে কাড়াকাড়ি- কে কতো বেশি জিনিস নিতে পারে।

.সকাল ১০টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন উদ্বোধন করে চলে যেতেই বদলে যায় সাজানো ফ্লাইওভারের দৃশ্যপট। .হুড়োহুড়ি কাড়াকাড়ি করে যে যেভাবে পারছে বেলুন ও রঙিন কাপড় খুলে নিয়ে যাচ্ছে। কাউকে কাউকে জিনিস নিয়ে দৌড়ে পালাতেও দেখা গেলো। .অনেককে বেলুন খুলে নিয়ে মাথায় তুলে হেঁটে ফ্লাইওভারের ওপর দিয়ে যেতে দেখা যায়। .এটিই ফ্লাইওভারের নতুন অংশের উদ্বোধনের আগের সাজানো পরিপাটি চিত্র।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা,  মে ১৭, ২০১৭
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।