শিল্পাচার্য এস এম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) রাজধানীর পান্থপথে দৃকপাঠ ভবনে সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
‘এস এম সুলতানের চিত্রের মানুষদের জাগরণ ও ক্ষমতায়নের আলাপ’ শীর্ষক আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ নিজার এবং শিল্পী-সংগঠক অমল আকাশ। আলোচনা উত্থাপন ও সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক ধীমান সরকার সাগর।
আলোচনায় বক্তারা এস এম সুলতানের চিন্তা-দর্শন ও চিত্রচিন্তার নানা দিক তুলে ধরেন। তারা বলেন, সুলতানের শিল্পকর্ম কেবল ক্যানভাসে সীমাবদ্ধ নয়; তার চিত্রে গ্রামীণ মানুষের শক্তি, শ্রম ও সম্ভাবনা নতুন দৃষ্টিতে ধরা দিয়েছে।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়েও সুলতানের কাজ সমাজে মানুষের জাগরণ, ক্ষমতায়ন ও ন্যায়ভিত্তিক সমাজ ভাবনায় বিশেষভাবে প্রাসঙ্গিক।
অমল আকাশ তার আলোচনায় বলেন, বাংলা অঞ্চলের চিত্রকলার ইতিহাসে শিল্পী এস এম সুলতান অন্যতম প্রধান ধারা। তিনি নিজস্ব চিত্রধারা তৈরি করেছেন, প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করেছেন। তিনি পৃথিবী ঘুরে এসে আবার তার জন্মস্থানে ফিরে এসেছেন। এই অঞ্চল ও চিত্রভাষা বোঝার জন্য সুলতান পাঠ করা খুব জরুরি।
সুলতানের মানুষেরা কোথায় প্রশ্ন তুলে শিল্পী অমল আকাশ বলেন, সুলতানের সেই মানুষেরা তার ভূমি থেকে উচ্ছেদ হয়ে এই শহরে এসেছেন, শ্রমিক হয়েছেন। তারাই কিন্তু জুলাইয়ের আন্দোলনে উপস্থিত থেকেছেন, জীবন দিয়েছেন। কিন্তু এটা সত্য, তারা এরপরই ক্ষমতা থেকে বঞ্চিত হন।
এমজেএফ