ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

ফিচার

লিডারস্ ফর নেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা

স্বপ্নযাত্রা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, আগস্ট ৪, ২০১১
লিডারস্ ফর নেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা

লিডারস্ ফর নেশনের সদস্যদের উদ্যোগে রামপুরা বনশ্রীতে শিক্ষার্থীদের মুখ ও দাঁতের প্রতি আরও সচেতন করার লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।

গত পহেলা আগস্ট বনশ্রীর ‘ইকসি কোচিং’- এর শিক্ষার্থীদের নিয়ে এ কার্যক্রমটি পরিচালনা করা হয়।



‘ইকসি’ কোচিং এর পরিচালক সাইফুল ইসলাম ও ‘স্মাইল ডেন্টাল’ এর চিকিৎসক ড. শবনম রহমান ও জাকিরুল হাসান এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও ড. জাহান ও ড. দিপীকা উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন।

কার্যক্রমের ১ম পর্যায়ে ছিল শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুখ ও দাঁতের বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা, সঠিকভাবে টুথব্রাশ ব্যবহার পদ্ধতি। এছাড়াও সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।


কার্যক্রমের শেষ পর্যায়ে উপস্থিত বিভিন্ন স্কুল/কলেজের প্রায় ৫০-৬০ জন শিক্ষার্থী ও অভিভাবকদের ডেন্টাল চেকআপ করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।