ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

ফিচার

খাবার ভাগাভাগি গিনিপিগ পনিও করে না!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, জুলাই ১৫, ২০১৬
খাবার ভাগাভাগি গিনিপিগ পনিও করে না! ছবি: সংগৃহীত

ঢাকা: প্রিয় খাবার কি কারও সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে? উহু, পিজ্জা টিজ্জা খাওয়ার সময় তো করেই না। আর গিনিপিগ পনিও তো কোনো খবারই শেয়ার করে না বন্ধুদের সঙ্গে।

 

সাদা আর বাদামি তুলেতুলে পনিওর আরও কয়েকটা বন্ধু রয়েছে। শুধু পিজ্জার বেলায় হলে না হয় মানা যেতো। কিন্তু শসা, গাজর খাওয়ার সময়ও যদি অন্য গিনিপিগরা ভাগ বসাতে আসে, অমনি পনিও গাজর, শসা দিয়েই মারপিট করতে থাকে ওদের সঙ্গে। খাবার যাই হোক, নিজের খাবার উদ্ধার করতে লড়াই সে করেই ছাড়ে। তার দুষ্টু-মিষ্টি আচরণ তাকে এরমধ্যেই অনলাইন সেলিব্রেটি করে তুলেছে। ফলোয়ারের লাইন ছেড়েছে ৮০ হাজার।  

দুষ্টু লড়াকু পনিওর ভেজিটেবল লড়াই দেখতে হলে ক্লিক করুন সংযুক্ত ভিডিওটিতে!

তথ্যসূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
এসএমএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।