গুলশান-বারিধারা ঘুরে: শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা ফ্যানের শীতল বাতাসে যখন পুরো ঢাকা ঘুমে, তখন মধ্যরাতে রাজধানীর গুলশান-বারিধারা এলাকায় সড়কে গরম পিচ ঢালতে ব্যস্ত একদল নারী-পুরুষ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন এ এলাকার সড়কগুলো ব্যস্ত থাকে সারাক্ষণই।
এই সুযোগেই সড়কটির যে কিছু জায়গায় ছোট-খাট খানা খন্দক রয়েছে সেখানে কংক্রিট-পিচ ঢেলে মসৃণ করে দিচ্ছেন এই নারী-পুরুষের দল।
কয়েকজন সড়ক ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন করতে ব্যস্ত তো, কয়েকজন ব্যস্ত পিচ তৈরিতে। কয়েকজন সেই পিচ রাস্তায় ঢালছেন তো, কয়েকজন সেই পিচকে মেলে দিচ্ছেন সমানভাবে। আর সেই পিচকে সড়কে পোক্ত করে দিতে একজন চালিয়ে যাচ্ছেন রোলার।
সড়ক মেরামতের এই কাজ চলছিল ভোররাত অবধি। তার পর যে আবার ব্যস্ত সড়কে ঘুরতে থাকবে হাজার চাকা।
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা ফ্যানের শীতল বাতাসের কক্ষ থেকে নগরবাসী আবার ছুটে চলবে গুলশান-বারিধারার সড়কের ওপর। আর দেখবে একদিন আগেও যে সড়কে চলতে হোঁচট খেয়েছে তাদের গাড়ি, তা এক রাতেই নেই হয়ে গেছে।
কেউ হয়তো জানতেই চাইবে না, এই খন্দক ‘নেই’ করতে পিচ গরম করার চুলোর পাশে ঝরেছে কতো ঘাম।
বাংলাদেশ সময়: ০৬৪৩ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এইচএ/


