ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

ফিচার

মাছ খেতে রেস্টুরেন্টে সিল! (ভিডিওসহ)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৮, মার্চ ১৫, ২০১৬
মাছ খেতে রেস্টুরেন্টে সিল! (ভিডিওসহ)

ঢাকা: সিলের নাম সামি। সে ঠিক করেছে এখন থেকে আর মাছ শিকার করবে না।

হার্বরে তার বাসস্থানের পাশেই রয়েছে একটি সি ফুড রেস্টুরেন্ট। পাশেই যদি এমন এক রেস্টুরেন্ট থাকে তাহলে শিকারের ঝামেলায় গিয়ে লাভ কি!

সম্প্রতি এক ভিডিও রেকর্ডে দেখা গেছে, সামি জলাশয় থেকে উঠে দুই লেনের রাস্তা পার হয়ে লাইটহাউজ সি-ফুড রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। ঘটনাটি আয়ারল্যান্ডের উইকলোর।

রেস্টুরেন্টে মাছ খেতে সে একদিন দু’দিন না, যায় রোজই!

রেস্টুরেন্টকর্মীরা অনাকাঙ্ক্ষিত এ অতিথিকে চেয়ার দিয়ে তাড়ানোর ব্যর্থ চেষ্টা করেন। সামি এতটাই উৎসাহী রেস্টুরেন্ট মেন্যুর প্রতি।

অপারগ হয়ে তাকে তাড়াতে কর্মীরা হার্বরের দিকে মাছ ছুড়ে দেন।

সামি দ্রুত সেখান থেকে মাছ খেয়ে ফের ফিরে আসে রেস্টুরেন্টের দরজায়।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।