ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ফিচার

বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের পুনর্মিলনী ১৭ জুন

স্বপ্নযাত্রা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, মে ৩১, ২০১১
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের পুনর্মিলনী ১৭ জুন

দীর্ঘদিন পর বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের (প্রাক্তন বাংলাদেশ রাইফেলস্ স্কুল ও কলেজ) সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি ১৭ জুন রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের যেসব সাবেক শিক্ষার্থী অংশগ্রহণে ইচ্ছুক তাদের ৭ জুনের মধ্যে রেজিস্ট্রেশন করতে অনুরোধ করা হয়েছে। এই পুনর্মিলনীতে  ১৯৮৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত শিক্ষার্থীদের সমাগম হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করছেন।

রেজিস্ট্রেশনের জন্য নিম্নের ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

নম্বরগুলো হলো- ০১৭১৩১৭৩০২৪, ০১৫৫২৬৩৩৩১০

উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের পুনর্মিলন অনুষ্ঠানের অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করবে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

বাংলাদেশ সময়: ১৯১৮, মে ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।