ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ফিচার

তারুণ্যের স্বপ্নের সঙ্গী হতে

স্বপ্নযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, মে ১৭, ২০১১
স্বপ্নযাত্রা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম দেশের নতুন প্রজন্মের সব ধরনের উদ্যোগ, আবিষ্কার, ভাবনা, সৃজনশীল আড্ডা আর স্বপ্নের কথা দেশ-বিদেশে ছড়িয়ে দিতে চায়। চায় গড়তে বিশ্বজুড়ে তারুণ্য-স্বপ্নগোষ্ঠী।

এই উদ্যোগের শিরোনাম ‘স্বপ্নযাত্রা’। নতুন এই বিভাগটি সাজানো হবে তরুণ প্রজন্মকে নিয়ে। তারাই হবেন এর প্রাণ।

বন্ধুরা, এই বিভাগটি তোমরা কেমন দেখতে চাও?
তোমাদের ক্যাম্পাসে কী হচ্ছে? তুমি বা তোমার কোনো বন্ধু কি গান গাও, লেখালেখি করো, ছবি আঁকো বা তোলো? তোমাদের কেউ কি গবেষণা করে কিছু আবিষ্কার করে ফেলল? কারো কি আছে ভিন্ন ধরনের শখ ও সংগ্রহ? কিংবা কেউ কি একটু আলাদা বা অন্যরকম? দেশ, সমাজ ও মানুষের জন্য তোমরা কি এমন কিছু করো, যা অন্যদেরও আগ্রহ জাগায়?

এই সব কথা-লেখা-ছবি আর ভাবনায় আমরা সাজিয়ে তুলছি তোমাদের ‘স্বপ্নযাত্রা’। এখন কেবল তোমাদের জন্য অপেক্ষা। তোমাদের কথা আমাদের জানাও তাড়াতাড়ি।

আমরা হব তোমাদের সঙ্গী।
সেরা নির্বাচিত মতামতের জন্য তুমিও পেতে পারো ঢাকা-কাঠমান্ডু ভ্রমণ প্যাকেজ, তারকাদের সঙ্গে মধ্যা‎‎হ্নভোজ, পাঁচজন সঙ্গী নিয়ে রাজধানীর সেরা কফি শপে ডাবল চিজ বার্গার আপ্যায়নসহ অনেক অনেক পুরস্কার। লেখা-পরিকল্পনা-মতামত বা তথ্য জানাও:

 

বিভাগীয় সম্পাদক, স্বপ্নযাত্রা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মিডিয়া কমপ্লেক্স, প্লট ৩৭১/এ (৩য় তলা), ব্লক ডি,
বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯
মোবাইল: ০১৭২৯০-৭৬৯৭০
ই-মেইল: swapnajatra@gmail.com
www.banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।