ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ফিচার

বিশ্বের ভয়ংকর যত সেলফি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, আগস্ট ২, ২০১৪
বিশ্বের ভয়ংকর যত সেলফি

ঢাকা: স্মার্টফোন কিংবা ট্যাবলেট হাতে নিয়ে নিজেই নিজের ছবি তোলার নাম সেলফি। বর্তমানে ছবির তোলার বিশ্বব্যাপী জনপ্রিয় ধারা এটি।



বলা চলে, বিশ্বব্যাপী এখন বইছে সেলফি ঝড়। আবাল-বৃদ্ধ-বনিতা যে যে অবস্থায় থাকেন সেলফি তুলে শেয়ার করছেন বন্ধুদের সঙ্গে। কেউ কেউ আবার ঝুঁকি নিয়েও সেলফি তুলছেন। এরকম ২২টি সেলফি নিয়ে আমাদের এবারের আয়োজন ‘এক্সটিম সেলফি’।

কাইটসার্ফিং সেলফি

স্কাইডাইভার সেলফি

এক্সোটিক ক্যাট সেলফি

টপ গান সেলফি

এটাও সম্ভব!

যিশু সেলফি

বিএমএক্স সেলফি

জেরোনিমো সেলফি

সেলফি কাকে বলে!

ভাগ্য ভালো আমি এই প্লেনে ছিলাম না

ডাইভিং সেলফি

নাসকার সেলফি

চপার সেলফি

এস.ও.এস সেলফি

না হেসে পারলাম না

কিছুই বুঝলাম না

সার্ফি সেলফি

রোডিও সেলফি

বেলুন জাম্প সেলফি

জেলিফিসের সঙ্গে সেলফি

কেউ নিশ্চয়উ এই বালকের মা হতে চাইবেন না

এ যাবৎকালের সেরা সেলফি 

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।