ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ফিচার

পড়াশোনা না করে কি অসৎ হবো, প্রশ্ন ডা. সালেহর

নাগরিক মন্তব্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, জুন ১, ২০১৪
পড়াশোনা না করে কি অসৎ হবো, প্রশ্ন ডা. সালেহর

ঢাকা: দেশের কিছু শিক্ষার্থী এখনো আছেন যারা সাজেশন তোয়াক্কা করে পড়াশোনা করেন। কিন্তু যে হারে প্রশ্ন ফাঁস হচ্ছে তাতে সৎ থেকে লাভ নেই।

তবে কি আমরাও অসৎ দুর্নীতিবাজ হবে?

এমন প্রশ্ন রেখেছেন কুমিল্লার ডাক্তার সালেহ। রোববার বাংলানিউজ নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এ প্রশ্ন রাখেন তিনি।

তিনি বলেন,  আমার ছোট ভাই এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। সাজেশন ফলো না করে পড়েছে। কিন্তু যারা সারাবছর ঘুরে বেড়িয়ে পরীক্ষার আগের রাতে প্রশ্ন পেল তাদের মধ্যে আর আমার ভাইয়ের মধ্যে তো পার্থক্য থাকলো না। তবে কি আমরাও অসৎ হবো?

এসময় তিনি পরীক্ষার আগে দেশের বিভিন্ন স্থানে প্রশ্ন পাঠানোর পদ্ধতিতে সংস্কার আনার পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জুন ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।