ঢাকা, শুক্রবার, ৮ কার্তিক ১৪৩২, ২৪ অক্টোবর ২০২৫, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ফিচার

‘ফাঁস-তত্ত্বের’ ফাঁদে বাংলাদেশ

নাগরিক মন্তব্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, জুন ১, ২০১৪
‘ফাঁস-তত্ত্বের’ ফাঁদে বাংলাদেশ

ঢাকা: বাংলাদেশে এখন সবকিছুই ফাঁস হয়। এখানে আসামি ধরতে অভিযান চালানোর আগেই তা ফাঁস হয়ে যায়, পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যায়, নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যায়।

গোটা বাংলাদেশই এখন ফাঁস-তত্ত্বের মধ্যে আটকে আছে।

রোববার বাংলানিউজের ‘প্রশ্নপত্র ফাঁস-প্রতিকার কোন পথে?’ নাগরিক মন্তব্যে অংশ নিয়ে জাপানপ্রবাসী বাংলাদেশি নাগরিক তুষার ঘোষ এ মন্তব্য করেন।

তিনি বলেন, যদি সবকিছুই ফাঁস হয়ে যায়, তাহলে আর পাবলিক পরীক্ষা নেওয়ার দরকার কী, অভিযান চালানোর দরকার কী, নিয়োগ পরীক্ষাই বা কেন নেওয়া হবে।

এ সবকিছু বাতিল করে দেওয়া হোক, তাহলেই বাংলাদেশের আর ফাঁস বলে কোনো শব্দ থাকবে না।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুন ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।