ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ফিচার

শুভবার্তা পাবেন তুলারাশি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, জানুয়ারি ২২, ২০১৪
শুভবার্তা পাবেন তুলারাশি

আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
বুধবার, তারিখ- ২২/০১/২০১৪

mesh20মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: সাদা শুভ সংখ্যা: ১৪
দিনের বিশেষ কোনো সময় অবসাদ ঘিরে ধরতে পারে আপনাকে। মনে হতে পারে কিছুই ভালো লাগছে না।

এ অবস্থা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। প্রেমের বিষয় নিয়ে আপনি অতিরিক্ত আত্মকেন্দ্রিক। প্রেমের প্রস্তাব করতে চাইলে আজকের দিনে প্রস্তাব পেশ করুন। উত্তেজনা নিয়ন্ত্রণ করুন। হার্ট, হাইপ্রেসারের রোগিরা সাবধানে থাকুন। নক্ষত্রের হিসাবে আপনার আজকের দিনটি শুভ।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারুচিনি ও মধু সেবন করুন।  

brish20বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫
বহু দিনের সমস্যা থেকে আজ মুক্তির পথ পেতে পারেন। ব্যবসার ভবিষ্যত নিয়ে চিন্তা থাকলেও ব্যবসায় নতুন দিশা দেখা দিতে পারে। দিনের মধ্যভাগ থেকে আঘাতপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। বাধা আসতে পারে ভ্রমণ বা বিদেশ ভ্রমণের পরিকল্পনায়। প্রেমের জন্য শুভ। আপনার আজকের দিনটি মিশ্র কাটবে।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্মফুল রাখলে উপাকার পাবেন। অষ্টধাতুর মূর্তি কাজের জায়গায় রাখুন।

Methun20মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৯
কর্মক্ষেত্রে দিনটি শুভ। তবে বাড়ির মানুষদের শরীর নিয়ে চিন্তা আপনাকে উদ্বিগ্ন রাখবে। আজকে দিনে আপনার নতুন যোগাযোগ হবে, আসতে পারে বিদেশ ভ্রমণের সুযোগ। বাড়িতে অভিভাবকদের সঙ্গে পারিবারিক বিষয়ে মতবিরোধ হতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ হলেও আজকের দিনে প্রেমের পথে কিছু কিছু বাধা আসতে পারে। মোটের উপর আপনার আজকের দিনটিও কাটবে মধ্যম।

টোটকা: কাক-পক্ষীকে ফল খাওয়ান। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

korkot20কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৮
আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজির হবে নতুন সুযোগ। সংযত ও নির্ভীক চরিত্র আপনাকে সফলতা এনে দেবে। লোভ আপনাকে বশীভূত করার চেষ্টা করলেও আপনি তাকে পরাজিত করবেন। অতি চতুর ব্যক্তির বাক কুশলতায় আপনি সাময়িক ধন্ধে পড়তে পারেন। প্রেমযোগ ক্ষীণ। পরিবারে উচিত কথা বলার জন্য কিছুটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে।

টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর তেল এবং সিঁদুর মিশিয়ে একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।

Lion20সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৬
বিচারে আপনার আজকের দিনটি মিশ্র। প্রেম ও নতুন বন্ধুলাভের সম্ভাবনা আছে। প্রেমের প্রস্তাব আসতে পারে। তবে দিনের মধ্যভাগ থেকে শেষ ভাগের মধ্যে রক্তপাত বা আঘাত লাগার সংকেত পাওয়া যাচ্ছে। দ্রুত সিদ্ধান্ত নিতে আপনি সিদ্ধহস্ত। কিন্তু নতুন কোনো সিদ্ধান্ত আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে। অভিভাকদের সঙ্গে পরামর্শ করুন। তাতে আপনার ফলাফল শুভ হবে।

টোটকা: একটি কলাকে কিছুটা কালোজিরা, কিছুটা চাল, সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

konnya20কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯
প্রেম নিয়ে অভিভাবকদের সঙ্গে দূরত্ব বাড়বে। পথে আঘাত যোগ দৃশ্যমান। আপনি সদা সর্তক, কিন্তু আজ কোনো চাটুকার আপনাকে প্রভাবিত করবে। প্রিয় ও বিশ্বাসী মানুষরা অবাঞ্ছিত ব্যবহারে আপনাকে বিচলিত করবে। আপনি সৎ ও সহজেই মানুষকে বিশ্বাস করেন। কিন্তু আপনার পরিচিত কোনো ব্যক্তি আজ আপনার এই বিশ্বাসের সুযোগ নিতে চেষ্টা করতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ।

টোটকা: হরিতকি ও কাঁচা হলুদ একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

Tula2তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং লাল, শুভ সংখ্যা: ৫
আজ পরিবারে আসতে পারে কোনো আনন্দ বা উৎসবের বার্তা। কর্মক্ষেত্রে কিঞ্চিৎ উত্তেজনা থাকলেও আপনার বুদ্ধিমত্তা তাকে প্রশমিত করবে। আজকের দিনে প্রেমের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা থাকলে সেটিকে রদ করুন। স্ত্রীর সঙ্গে বাক-বিতণ্ডা হতে পারে। কিডনির সমস্যা দেখা দিতে পারে। প্রেম নেই। মোটের উপর আপনার দিনটি শুভ কাটবে।

টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথর কুচি গাছ রোপণ করুন।

brischik2বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৪
কর্মক্ষেত্রে কিঞ্চিৎ উত্তেজনা থাকলেও আপনার বুদ্ধিমত্তা তাকে প্রশমিত করবে। আজকের দিনে প্রেমের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা থাকলে সেটিকে রদ করুন। স্ত্রীর সঙ্গে বাক-বিতণ্ডা হতে পারে। কিডনির সমস্যা দেখা দিতে পারে। পরিবারে আজ কোন খবর বয়ে আনতে পারে অনন্দ বা উৎসবের  বার্তা। মোটের উপর আপনার দিনটি শুভ কাটবে।

টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথর কুচি গাছ রোপণ করুন।

Dhonu2ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ১০
বিচারে আজকের দিনটি মিশ্র। প্রেম ও নতুন বন্ধুলাভের সম্ভাবনা আছে। প্রেমের প্রস্তাব আসতে পারে। তবে দিনের মধ্যভাগ থেকে শেষ ভাগের মধ্যে রক্তপাত বা আঘাতের সংকেত আছে। সঠিক সিদ্ধান্ত নিলেও নতুন নেওয়া কোনো সিদ্ধান্ত আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে। অভিভাবকদের সঙ্গে পরামর্শ করুন। তাতে আপনার ফলাফল শুভ হবে।

টোটকা: একটি কলাকে কিছুটা কালোজিরা, কিছুটা চাল, সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

mokor20মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৩
দিনটি প্রথমভাগে প্রতিকূল হলেও মধ্যভাগে বিশেষ শুভ। অন্ধভাবে বিশ্বাস আপনার এগোনোর পথে বাধা হয়ে দাঁড়াবে। দাম্পত্য কলহ এড়িয়ে চলুন। প্রেমে বাধা। প্রশাসনিক কাজে যুক্তরা সফলতা পাবেন। অর্থ বিনিয়োগ করবেন না। কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ। হজমের সমস্যায় ভুগতে পারেন। আগুন থেকে দূরত্ব রাখুন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। উচ্চাভিলাষীরা মধ্যভাগে  সফল হবেন। শুভ ধাতু দস্তা।

টোটকা: তৃণভোজী প্রাণীকে খাবার দিন। পাখিদের শস্য দান আপনার জন্য অতি শুভ।

khumvo20কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৪
আজকের দিনে আপনার প্রেম ও নতুন বন্ধুলাভের সম্ভাবনা আছে। প্রেমের প্রস্তাব আসতে পারে। তবে দিনের মধ্যভাগ থেকে শেষ ভাগের মধ্যে রক্তপাত বা আঘাত লাগার সংকেত পাওয়া যাচ্ছে। দ্রুত সিদ্ধান্ত নিতে আপনি সিদ্ধহস্ত। কিন্তু নতুন কোনো সিদ্ধান্ত আপনাকে সমস্যায় ফেলতে পারে। অভিভাকদের সঙ্গে পরামর্শ করুন। তাতে আপনার ফলাফল শুভ হবে।

টোটকা: একটি কলাকে কিছুটা কালোজিরা, কিছুটা চাল, সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

meean20মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৬
আজ আপনি কিছু সুখের ও কিছু সমস্যার খবর পাবেন। রিপু তাড়িত হয়ে সিন্ধান্ত নেবেন না। বিদ্যার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে সফলতার খবর পাবেন। মা বা শাশুড়ির শারীরিক অবনতি। শিল্পপতিদের ক্ষেত্রে দিনটি শুভ নয়। পেটের রোগ নিয়ে ভুগতে পারেন। হার্ট না কিডনিজনিত সমস্যা থাকলে একটু সাবধানে থাকুন। অযথা উত্তেজিত হবেন না। দুপুরের পর থেকে নতুন সমস্যা আপনার সামনে হাজির হতে পারে।

টোটকা: সাদা পোশাক ব্যবহার করুন। একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন। গরিবকে  বস্ত্র দান আপনার পক্ষে অতি শুভ।                      

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।