ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ফিচার

জিরো টু ইনফিনিটি

স্বপ্নযাত্রা রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৯, জুন ১০, ২০১৩
জিরো টু ইনফিনিটি

জিরো টু ইনফিনিটি তরুণদের মাসিক বিজ্ঞান সাময়িকী। শুরুটা সর্বসাধারণের জন্য হলেও এটি মূলত তরুণদের বিজ্ঞানভিত্তিক মেধা বিকাশের অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করার চেষ্টা করছে।



পেছনের ইতিহাসঃ  
প্রায় ১৫ কোটি মানুষের দেশ বাংলাদেশ। শিক্ষার হার ৫৪ শতাংশ। শিক্ষিত জনগোষ্ঠীর প্রায় ৩০ ভাগই বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত। এখানে আছে প্রায় ডজনখানেক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ছেলে-মেয়েরা বিজ্ঞান-গণিতে অসাধারণ পারদর্শীতা দেখিয়ে সারা বিশ্বে উজ্জ্বল করছে দেশের মুখ। কিন্তু পরিহাস এই যে এই বিশাল জনগোষ্ঠীর জন্য একটিমাত্র বিজ্ঞান সাময়িকী পর্যন্ত নেই।
 all-cover
সে চিন্তা থেকেই ২০১২ সালের এপ্রিল মাসে বুয়েটের কিছু শিক্ষার্থীর হাত ধরে জন্ম নিল মাসিক বিজ্ঞান সাময়িকী ‘জিরো টু ইনফিনিটি’ । সে থেকে এখন পর্যন্ত নিয়মিত প্রকাশিত হয়ে আসছে এই সাময়িকী। সার্কুলেশান গিয়ে দাঁড়িয়েছে ১০০০ কপি থেকে ১৫০০০ ।

বিজ্ঞানের পাশাপাশি গণিত নিয়ে পাঠকদের চাহিদা মেটাতে ২০১৩ সালের এপ্রিল থেকে তারা বের করছে দেশের প্রথম মাসিক গণিত সাময়িকী ‘পাই জিরো টু ইনিফিনিটি’ । এই সাময়িকীটির সার্কুলেশন বর্তমানে ৫০০০। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট এই চারটি বিভাগীয় শহর ছাড়াও আরো ৮টি জেলা শহরের পাঠকদের কাছে এখন পৌঁছে যাচ্ছে `জিরো টু ইনফিনিটি`।

জিরো টু ইনফিনিটির কার্যক্রমঃ
ম্যাগাজিন প্রকাশনার পাশাপাশি ব্যবহারিক বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতেও কাজ করে যাচ্ছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে আকাশ পর্যবেক্ষণ ক্যাম্প স্থাপন, জনপ্রিয় বিজ্ঞান বক্তৃতা আয়োজনের পাশাপাশি যেকোনো বিজ্ঞানমেলা কিংবা অলিম্পিয়াডে সবধরনের নলেজ সাপোর্ট দিয়ে থাকে ‘জিরো টু ইনফিনিটি’।

এ পর্যন্ত ঢাকা ইম্পেরিয়াল কলেজ বিজ্ঞান মেলা, ঢাকা কলেজ বিজ্ঞান মেলা, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ বিজ্ঞান মেলা, মতিঝিল গভ বয়েজ স্কুলের বিজ্ঞান মেলায় নলেজ পার্টনার হিসেবে ছিল জিরো টু ইনফিনিটি।
buet-sly
এ বছর ৩১ মে -১ জুন অনুষ্ঠেয় বাংলাদেশের প্রথম শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেসের পার্টনার হিসেবে কাজ করেছে ‘জিরো টু ইনফিনিটি’। ২০১৩ সালের জুনের ২৭-২৯ তারিখে মতিঝিল আইডিয়াল স্কুলে অনুষ্ঠিতব্য বিজ্ঞান মেলায়ও নলেজ পার্টনার হিসেবে থাকবে জিরো টু ইনফিনিটি।

সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার এখন পর্যন্ত দেশের প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়েছে ‘জিরো টু ইনফিনিটি পাঠচক্র’। প্রতি মাসেই নিয়মিত বিজ্ঞানের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা চলে এই পাঠচক্রে।

জিরো টু ইনফিনিটি দল:
প্রথমে বুয়েটের কিছু শিক্ষার্থী মিলে শুরু করলেও ধীরে ধীরে দলে যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট এবং আরো কিছু প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আর মাঠ পর্যায়ের কাজে স্কুল - কলেজের শিক্ষার্থীরা তো আছেই।
sylhet-adda
ভবিষ্যৎ লক্ষ্যঃ
আগামী ১ বছরের মধ্যে দেশের সবকটি বিভাগীয় শহরসহ আরো ২০টি জেলার মানুষের হাতে পৌঁছাবে। আগামী ৩ বছরের মধ্যে জিরো টু ইনফিনিটি এবং পাই জিরো টু ইনফিনিটির ইংরেজি ভার্সন প্রকাশিত হবে দক্ষিণ এশিয়ার সবকটি দেশ হতে। আর ৫ বছরের মধ্যে সেটা ছড়িয়ে পড়বে সারাবিশ্বে। এমনি লক্ষ্যে কাজ করে যাচ্ছে জিরো টু ইনফিনিটি।

‘জিরো টু ইনফিনিটি’ এবং ‘পাই জিরো টু ইনফিনিটি’ পাওয়া যাবে যে কোনো পত্রিকা স্টল ও লাইব্রেরিগুলোতে। মূল্যঃ ২৫ টাকা। ওয়েবসাইটঃ http://www.zero2inf.com

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জুন ১০, ২০১৩
সম্পাদনা: শেরিফ সায়ার, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।