ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ফিচার

‘জুলুমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে’ চলচ্চিত্র উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, জুলাই ২০, ২০২৫
‘জুলুমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে’ চলচ্চিত্র উৎসব

‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ উদযাপন উপলক্ষে ‘দৃশ্যমাধ্যম সমাজ’-এর উদ্যোগে আগামী শনিবার (২ আগস্ট) বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘জুলুমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে’ চলচ্চিত্র উৎসব-২০২৫ এর আয়োজন করা হয়েছে।

উৎসবের জন্য স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ও কাহিনীচিত্র ক্যাটাগরিতে চলচ্চিত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুলাই বিকেল ৫টা।

নির্বাচিত চলচ্চিত্রের তালিকা প্রকাশ করা হবে ৩০ জুলাই।

চলচ্চিত্র বাছাই কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। কোনো প্রকার প্রতিযোগিতা বা পুরস্কার থাকবে না, তবে নির্বাচিত সবাইকে উৎসবের পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হবে।

চলচ্চিত্রের সঙ্গে সিনপসিস, ডিরেক্টরস বায়ো, ফিল্মের পোস্টার, ডিরেক্টরের ছবি জমা দিতে হবে। ফিল্মসহ সমস্ত ডকুমেন্ট পাঠাতে হবে dms072024@gmail.comই-মেইল ঠিকানায়।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।