ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

ফিচার

‘মার্চ ফর গাজা’: সোহরাওয়ার্দীতে এক মঞ্চে ঐক্যবদ্ধ বাংলাদেশ 

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
‘মার্চ ফর গাজা’: সোহরাওয়ার্দীতে এক মঞ্চে ঐক্যবদ্ধ বাংলাদেশ  মঞ্চে বিএনপি, জামায়াত, এনসিপি, লেবার পার্টি, ইসলামি দলসহ দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা/ছবি: ডিএইচ বাদল

ঢাকা: ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে সব দল-মত-নির্বিশেষে রাজধানীর সোহরাওয়ার্দীতে নেমেছে জনতার ঢল।

পরিণত হয়েছে জনসমুদ্রে ।

এ যেন ঐক্যবদ্ধ বাংলাদেশ।  


শনিবার (১২ এপ্রিল) ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো তুলেছেন বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট দেলোয়ার হোসেন বাদল, জিএম মুজিবুর ও ফটো করেসপন্ডেন্ট শাকিল আহমেদ।





ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মার্চ ফর গাজা গণজমায়েতের মঞ্চে বিএনপি, জামায়াত, এনসিপি, লেবার পার্টি, ইসলামি দলসহ দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিতি হয়েছে।  

 

এ ছাড়াও ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসছে ছোট-বড় মিছিল।

 

তাদের স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো সমাবেশ এলাকা।

 

তাদের হাতে উড়ছে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা। কারও কারও মাথায় বাঁধা আছে ফিলিস্তিন, বাংলাদেশ বা কালেমা খচিত সাদা পতাকা।

 

এসব মিছিলের স্রোত এসে মিলছে সোহরাওয়ার্দীতে।

 

সারা দেশ থেকে মিছিল আসছে ট্রেনে,বাসে কিংবা ট্রাকে।

 

মিছিলগুলো সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকছে বাংলা মোটর, টিএসসি, নীলক্ষেত, বকশীবাজার, দোয়েল চত্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট দিয়ে।  

 

এ সময় তারা ‘গাজাবাসীর রক্ত, বৃথা যেতে দেব না’, ‘ইসরায়েলের পণ্য, বয়কট বয়কট’, ‘ফিলিস্তিনে আগ্রাসন, বন্ধ করো করতে হবে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’সহ নানা স্লোগান দেন। গণজমায়েত বিকেল ৩টায় শুরু হলেও সকাল থেকেই উপস্থিত হতে শুরু সব শ্রেণির জনগণ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।