ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

পরিবেশ ও জীববৈচিত্র্য

দূষণ কমানোয় একসময়ের বিশ্বসেরা রাজশাহীতেই আজ সবচেয়ে বেশি দূষণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, অক্টোবর ২০, ২০২৫
দূষণ কমানোয় একসময়ের বিশ্বসেরা রাজশাহীতেই আজ সবচেয়ে বেশি দূষণ ২০২২ সালে রাজশাহীর একটি নান্দনিক সড়ক। ফাইল ছবি

ঢাকা: একসময় বায়ুদূষণ কমানোর ক্ষেত্রে বৈশ্বিক সুনাম কুড়িয়েছিল রাজশাহী। কিন্তু সেই শহরই এখন দেশের মধ্যে সবচেয়ে দূষিত নগরীতে পরিণত হয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার–এর সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (২০ অক্টোবর) সকালে রাজশাহীর বায়ু মান সূচক (একিউআই) ছিল ১৬৭, যেটিকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এর ঠিক পরেই রয়েছে সুন্দরবনঘেঁষা খুলনা, যেখানে একিউআই ১৫৭।

উল্লিখিত সময়ে বিশ্বের ১২৭টি নগরের মধ্যে ঢাকার অবস্থান দেখা গেছে সপ্তম। সকাল ১০টার দিকে ঢাকার গড় বায়ু মান ছিল ১৫২, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবেই বিবেচিত।

দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোর মধ্যে আজ রংপুরে বায়ুর মান বা একিউআই ১৩৭, বরিশালে ১১৪, ময়মনসিংহে ১১৩, সিলেটে ৮২ এবং চট্টগ্রামে ৭৩ রেকর্ড করা হয়েছে।

আইকিউএয়ারের এই সূচক তাৎক্ষণিকভাবে কোনো শহরের বাতাস কতটা বিশুদ্ধ বা দূষিত, তা জানায় এবং নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেয়।

রাজশাহীর হারানো অতীত
২০১৬ সালে রাজশাহী ছিল বায়ুদূষণ কমানোর সাফল্যে বিশ্বের শীর্ষ শহরগুলোর একটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যের ভিত্তিতে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান সে বছরের ১৬ জুন প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছিল, রাজশাহীর বাতাসে ১০ মাইক্রোমিটার আকারের ধূলিকণা প্রতি ঘনমিটারে ১৯৫ মাইক্রোগ্রাম থেকে কমে ৬৩ দশমিক ৯ মাইক্রোগ্রামে নেমে আসে। একই সময়ে ২ দশমিক ৫ মাইক্রোমিটার আকারের ক্ষুদ্র ধূলিকণাও ৭০ মাইক্রোগ্রাম থেকে কমে ৩৭ মাইক্রোগ্রামে দাঁড়ায়।

অর্থাৎ, মাত্র দুই বছরে রাজশাহীর বাতাসে ক্ষুদ্র ধূলিকণার পরিমাণ কমে যায় প্রায় ৬৭ শতাংশ—যা ছিল বিশ্বের মধ্যে সর্বোচ্চ হার।

কিন্তু এক দশক না পেরোতেই সেই সাফল্য ম্লান হয়ে গেছে। একদা দূষণ নিয়ন্ত্রণে ‘বিশ্বের সেরা শহর’ হিসেবে পরিচিত রাজশাহী এখন দেশের সবচেয়ে দূষিত নগরী।

এনডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।