মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম ভাড়াউড়া এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে নির্মমভাবে প্রাণ গেল এক দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানরের।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে বানরটি পাশের একটি বাঁশঝাড়ে আশ্রয় নেয়। বৃষ্টিপাত কমে আসার পর বৈদ্যুতিক তার ভর করে অন্যত্র যাওয়ার চেষ্টা করলে বানরটি তারে জড়িয়ে পড়ে। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ধীরে ধীরে প্রাণ হারায় এ বিরল প্রাণীটি।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল পশ্চিম ভাড়াউড়া গ্রামের জাকারিয়া নামের এক যুবক দেখতে পান, একটি বিপন্ন লজ্জাবতী বানর বৈদ্যুতিক তারে শক খেয়ে ঝুলে আছে। তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপসহ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে যান। প্রায় ৪০ মিনিটের অভিযান চালিয়ে তারা উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেন। এসময় বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। পরে বানরটিকে নামানোর পর দেখা যায় শক খাওয়ার কারণে এটি মারা গেছে।
স্বপন দেব সজল বলেন, খাদ্যের সন্ধানে গ্রামে প্রবেশ করে বানরটি বৈদ্যুতিক তারে স্পর্শ করলে শকের কারণে প্রাণ হারায়। পরবর্তীতে মৃত লজ্জাবতী বানরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক জানান, মৃত লজ্জাবতী বানরটিকে ময়নাতদন্তের জন্য জানকিছড়া রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাকে মাটিচাপা দেওয়া হবে।
বিবিবি/এএটি