ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

বিনোদন

কিংবদন্তি লরেটা লিন মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, অক্টোবর ৫, ২০২২
কিংবদন্তি লরেটা লিন মারা গেছেন লরেটা লিন

যুক্তরাষ্ট্রের গ্রাউন্ডব্রেকিং কান্ট্রি গায়িকা লরেটা লিন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।

যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার হারিকেন মিলস, টেনেসিতে অবস্থিত তার নিজস্ব বাসভবনেই মারা গেছেন। হলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে তার অবদান অনস্বীকার্য, তবে লিনের বেশ কয়েকটি তীক্ষ্ণ ট্র্যাক, সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছিল।

প্রায় ছয় দশক ধরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন লরেটা লিন। গায়িকার পরিবার থেকে একটি বিবৃতি জারি করে মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, আমাদের পরম প্রিয় মা লরেটা লিন, আজ সকালে, হারিকেন মিলস-এ তার প্রিয় খামার বাড়িতে ঘুমের মধ্যেই শান্তিপূর্ণ অবস্থায় মারা গিয়েছেন, তার আত্মার শান্তি কামনা করি।

গীতিকার হিসেবে তিনি একজন অদম্য কঠিন নারী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। লিনের মৃত্যুর খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই তার বন্ধুরা সামাজিকমাধ্যমে শোক জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।