ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

সেপ্টেম্বরের শেষে আলি ফজল ও রিচা চাড্ডার বিয়ে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০২, সেপ্টেম্বর ৬, ২০২২
সেপ্টেম্বরের শেষে আলি ফজল ও রিচা চাড্ডার বিয়ে! আলি ফজল ও রিচা চাড্ডা

আবারো বিয়ের গুঞ্জন উঠেছে বলিউড অভিনেতা আলি ফজল ও অভিনেত্রী রিচা চাড্ডার! দীর্ঘদিন ‘লিভ-ইন রিলেশন’-এ থাকার পর তাদের চার হাত নাকি এবার এক হতে যাচ্ছে।  

সেপ্টেম্বরের শেষেই নাকি বিয়ে করতে যাচ্ছে এই তারকা জুটি।

গুঞ্জন রয়েছে, মুম্বাইতে তাদের হবে বিয়ের অনুষ্ঠান।  

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফুকরে’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে পর্দায় হাজির হন আলি ও রিচা। সিনেমার শুটিং চলাকালীন তাদের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়। এরপর ৭৪তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ভিক্টোরিয়া ও আব্দুল সিনেমার প্রিমিয়ারে প্রথম দেখা যায় দু’জনকে একসঙ্গে। তারপর আর বুঝতে কারও বাকি থাকেনি যে প্রেমের সম্পর্কের রয়েছেন তারা।

আলি-রিচার প্রেমের খবর জানাজানি হতেই তাদের বিয়ের গুঞ্জন শুরু হয়। শোনা যায়, ২০১৯ সালে রিচারে বিয়ের প্রস্তাব দেন আলি। অভিনেত্রীও রাজি হয়ে যান। ২০২০ সালের প্রথম দিকেই দু’জনের বিয়ে করার কথা ছিল। কিন্তু ততদিনে করোনার প্রকোপ শুরু হয়ে যায়। রিচা ও আলিকে বিয়ের পরিকল্পনা স্থগিত রাখতে হয়।  

এদিকে ‘ফুকরে ৩’ সিনেমায় ফের স্ক্রিন শেয়ার করতে চলেছেন রিচা ও আলি। পরিচালনায় মৃগদীপ সিং লাম্বা।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।