সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে থেকে দেশে ফিরেছেন এই সময়ের অভিনেত্রী পারসা ইভানা। এসেই ব্যস্ত হয়ে পড়েছেন কাজে।
এসব অনুষ্ঠানে তাকে মুখোমুখি হতে হয়েছে সাংবাদিকদের। যেখানে তাকে প্রশ্ন করা হয়- যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে এতদিন সেখানে থেকেছেন কিনা? জবাবে ইভানা অবশ্য স্পষ্ট জানিয়েছেন, তার এই মুহূর্তে দেশ ছাড়ার কোন ইচ্ছে নেই।
তার ভাষ্য, আমার মা নিউ ইয়র্কে থাকেন। তাকে দেখতে ও তার সঙ্গে কিছুটা সময় কাটাতে আমি প্রায় প্রতি বছরই যুক্তরাষ্ট্রে যাই। এবার একটু বেশি সময় থেকেছি, তবে তার কারণও আছে। নিজেকে আমি আরেকটু পরিপক্ক তুলতে চাইছিলাম। মনে হয়েছিল, নাচ যেমন ছোটবেলা থেকে গুরু ধরে শিখেছি, তেমনি অভিনয়টাও শেখা দরকার। সে জন্য যুক্তরাষ্ট্রকে ভালো অপশন মনে হলো।
তিনি আরও বলেন, এবার যুক্তরাষ্ট্রে গিয়ে অভিনয়ের ওপর একটি কোর্স করেছি। সেটি শেষ না করে তো আসার কোন উপায় ছিল না। কোর্সটি করে আমি উপকৃত হয়েছি। আশা করছি যা শিখেছি তা ভবিষ্যতের কাজগুলোতে প্রকাশ করতে পারব।
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ না থাকা নিয়ে ইভানা বলেন, আমার সত্যি আফসোস হয়েছে যে আমাদের টিমের সবাই এতো জনপ্রিয় একটা কাজের সঙ্গে আছে, শুধু আমিই নেই। তবে নাটকের গল্পে কাবিলা এখনো ইভাকে (পলাশ ও ইভানার চরিত্র) মিস করে এটা দেখে খুব ভালো লেগেছে।
ইভানা আরও জানান, তিনি এখন সিনেমা করার জন্য প্রস্তুত। ভালো গল্প, চরিত্র, নির্মাতা ও প্রযোজনা সংস্থা থেকে অফার পেলে সিনেমাও করতে চান।
এনএটি