ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

নিউ ইয়র্কে ‘গলুই’র প্রিমিয়ারে শাকিব খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, জুলাই ১৬, ২০২২
নিউ ইয়র্কে ‘গলুই’র প্রিমিয়ারে শাকিব খান

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকায় অনুষ্ঠিত হলো শাকিব খান অভিনীত ‘গলুই’ সিনেমার প্রিমিয়ার। সেখানে এই অভিনেতা উপস্থিত হয়ে দর্শকদের সঙ্গে বসে সিনেমা দেখেন।

 

বাংলাদেশ সময় শনিবার (১৬ জুলাই) ভোরে এ প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। শাকিব খান ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, শামীম শাহেদসহ অনেকে।

এরমধ্য দিয়ে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেল শাকিব খানের সিনেমা ‘গলুই’। পরিবেশনা করছে বায়োস্কোপ ফিল্মস। সিনেমাটিতে তার বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন পূজা চেরী।

জানা যায়, নিউ ইয়ার্কে ২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো চলবে ‘গলুই’র। এ ছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে। এর মুক্তি উপলক্ষে নিউ ইয়র্কে গেছেন সিনেমাটির পরিচালক এসএ হক অলিক।  

যুক্তরাষ্ট্রে প্রথমবার সিনেমা রিলিজ নিয়ে বেশ উচ্ছ্বসিত শাকিব খান।

গত ঈদুল ফিতরে বাংলাদেশে গলুই সিনেমাটি মুক্তি পেয়েছিল। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।