ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

পিতা ও কন্যাদের মূল্যবোধের গল্পে ‘মগজে মহাপ্রলয়’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, জুলাই ৮, ২০২২
পিতা ও কন্যাদের মূল্যবোধের গল্পে ‘মগজে মহাপ্রলয়’

ঈদ উপলক্ষে শর্টফিল্ম নির্মাণ করলেন লেখক ও নির্মাতা রাজীব আশরাফ। শর্টফিল্মের নাম ‘মগজে মহাপ্রলয়’।

এটি স্কিতজোফ্রেনিয়া আক্রান্ত দুই বোনের গল্প।

১৮ মিনিট দৈর্ঘ্যের এই শর্টফিল্মর বিভিন্ন দৃশ্যে এক অসহায় স্কিতজোফ্রেনিয়া আক্রান্ত পিতা ও কন্যাদের মূল্যবোধ, বিভিন্ন সামাজিক ও মানসিক সমস্যা ফুটে উঠেছ।  

শর্টফিল্মটির দৃশ্যধারণ করা হয়েছে রাজধানীর মিরপুরের বিভিন্ন লোকেশনে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহিরুজ্জামান বাবু, হুমাইরা স্নিগ্ধা, আসমা বৃষ্টিসহ আরো অনেকে।  

শর্টফিল্মটি পরিচালনার পাশাপাশি এর রচনা, চিত্রনাট্য করেছেন রাজীব আশরাফ নিজেই। এর ক্রিয়েটিভ প্রোডিউসার ছিলেন নির্মাতা অনিমেষ আইচ। এটি ঈদের দিন রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।