ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

ঈদে আসছে রঞ্জনের ‘কথার কথা’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, এপ্রিল ২৪, ২০২২
ঈদে আসছে রঞ্জনের ‘কথার কথা’ 

ঈদুল ফিতর উপলক্ষে নতুন গান উপহার দিতে যাচ্ছেন সঙ্গীতশিল্পী রঞ্জন চৌধুরী। মেলোডি ধাঁচের গানটি শিরোনাম ‘কথার কথা’।

এর কথা লিখেছেন শাহীন আনোয়ার, সুর করেছেন শিল্পী নিজেই এবং সংগীতায়োজন সব্যসাচী রনির। মঙ্গলবার (২৬ এপ্রিল) এটি ইউটিউবে প্রকাশ পাবে।

গানটি প্রসঙ্গে রঞ্জন চৌধুরী বলেন, আমার আগের গানগুলোর মতই এটির ভালো-মন্দ শ্রোতারাই বিচার করবেন। তবে এই গানে শ্রোতারা সম্পূর্ণ নতুনত্বের স্বাদ পাবেন। গানটি লেখা থেকে শুরু করে রেকর্ড করা পর্যন্ত আমরা প্রায় ৪ মাস সময় নিয়েছি।  

তিনি জানান, এর আগে তার কণ্ঠে ‘এমন করে বোলোনা’, ‘ও চোখে দেখেছি’, ‘আছি অপেক্ষায়’, ‘ও আকাশ’, ‘আকাশ তলে তুমি আমি’সহ বেশকিছু গান শ্রোতারা বেশ পছন্দ করেছেন।

উল্লেখ্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত কণ্ঠ সৈনিক প্রবাল চৌধুরীর কনিষ্ঠ পুত্র রঞ্জন চৌধুরী টেবিল টেনিসে পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন এবং পেশায় একজন দন্ত চিকিৎসক। নিয়মিতই গানের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।