ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

চাঁদের হাট বসেছিল রণবীর-আলিয়ার রিসেপশনে!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, এপ্রিল ১৭, ২০২২
চাঁদের হাট বসেছিল রণবীর-আলিয়ার রিসেপশনে!

পাঁচ বছর প্রেম করার পর পর বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। তবে তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা এবং ছবি, ভিডিও প্রকাশের ক্ষেত্রেও ছিলো গোপনীয়তা।

সেখানে উপস্থিত ছিলেন পাত্র-পাত্রীর দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা।

বিয়ের পর শনিবার (১৬ এপ্রিল) রণবীর-আলিয়া জুটির রিসেপশনের পার্টি আয়োজন ছিল। সেখানে রীতিমত চাঁদের হাট বসেছিল। বিয়ের আয়োজনের মত রণবীরের বান্দ্রার বাসা ‘বাস্তু’তেই রিসেপশনের আয়োজন হয়।

যেখানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি দেখা গেছে বলিউড ইন্ডাস্ট্রির তারকাদের। এদিন কালো রঙের সিজলিং পোশাকে রিসেপশনে ধামাকা করেছেন অতিথিরা।

শাহরুখ খান, গৌরী খান, করণ জোহর, আদিত্য রায় কাপুর, আয়ান মুখপাধ্যায়, কারিশমা কাপুর, অর্জুন কাপুর, মালাইকা আরোরা, প্রীতম চক্রবর্তী, শকুন বাত্রা, শ্বেতা বচ্চন, সোনি রাজদান, শাহিন ভাট, নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুরসহ আরও অনেকেই উপস্থিত অংশ নিয়েছেন এই পার্টিতে।

জানা যায়, রিসেপশন পার্টিতে অধিকাংশ তারকাই কালো পোশাকে হাজির হয়েছিলেন। গৌরী খান থেকে কারিশমা কাপুর, ঋদ্ধিমা কাপুর ছাড়াও অর্জুন, করণরাও কালো পোশাকে তাক লাগিয়ে দিয়েছেন ওই পার্টিতে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।