ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

বিনোদন

একইসঙ্গে ডেঙ্গু ও করোনায় আক্রান্ত ভিক্টর ব্যানার্জী

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, ফেব্রুয়ারি ২৫, ২০২২
একইসঙ্গে ডেঙ্গু ও করোনায় আক্রান্ত ভিক্টর ব্যানার্জী ভিক্টর ব্যানার্জী

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হলেন ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জী। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) তার করোনা পজিটিভ হওয়ার খবর জানা যায়।

এ নিয়ে তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন তিনি। একই সঙ্গে ডেঙ্গু জ্বরেও আক্রান্ত প্রবীণ এই অভিনেতা।  

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কয়েক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ভিক্টর ব্যানার্জী। সুস্থ হয়ে উঠলেও কয়েকদিন যেতে না যেতেই আবারও করোনা সংক্রমণ ধরা পড়ে ৭৫ বছর বয়সী এই তারকার ।  

জান যায়, আপাতত ভিক্টর ব্যানার্জীর শারিরীক অবস্থা স্থিতিশীল আছে। বাড়িতেই তার চিকিৎসা চলছে।

বর্তমানে লাইমলাইট থেকে দূরেই থাকেন ভিক্টর ব্যানার্জী। চলতি বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে দেশটির সরকারের পক্ষ থেকে পদ্মবিভূষণ সম্মাননায় তার নাম ঘোষণা করা হয়। শিল্পকলায় অবদানের জন্য এই সম্মান পাচ্ছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।