ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

হঠাৎ জায়েদ খানের ডিনার পার্টি, কী হলো সেখানে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, ফেব্রুয়ারি ১৮, ২০২২
হঠাৎ জায়েদ খানের ডিনার পার্টি, কী হলো সেখানে?

রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ডিনার পার্টি করেছেন জায়েদ খান। ওই পার্টিতে উপস্থিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত ১১ জন।

 

তারা হলেন অঞ্জনা, সুচরিতা, রোজিনা, আলীরাজ, ডিপজল, রুবেল, অরুণা বিশ্বাস, মৌসুমী, আতিকুর রহমান চুন্নু ও জয় চৌধুরী।  

নায়ক ওমর সানিসহ আরও কয়েকজনও নাকি উপস্থিত ছিলেন।  

ডিনারের আগে নিজেদের মধ্যে সমিতির বর্তমান পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী।

তিনি জানান, আদালতের রায় মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।  

সম্প্রতি মিশা-জায়েদ প্যানেলের বিজয়ী রোজিনা পদত্যাগের কথা বলেছিলেন, অঞ্জনা রহমান ইলিয়াস কাঞ্চনের কাছে গিয়ে শপথ পাঠ করেছেন।  

তাদের বিষয়ে জয় বলেন, রোজিনা ম্যাডাম ও অঞ্জনা ম্যাডামকে নিয়েও আমরা আলোচনা করেছি। রোজিনা ম্যাডাম পদত্যাগপত্র প্রত্যাহার করবেন। অঞ্জনা ম্যাডাম আমাদের সঙ্গে আবার শপথ নেবেন।  

তিনি জানান, রোববার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবারে সময় জানানো হবে।  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।