ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

মাথায় উইক পরে গিটার বাজিয়ে বালামপুত্রের চমক

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০০, ফেব্রুয়ারি ১, ২০২২
মাথায় উইক পরে গিটার বাজিয়ে বালামপুত্রের চমক

ক্যারিয়ারে শুরুতেই বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন কণ্ঠশিল্পী বালাম। শ্রোতাদের উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান।

তার অ্যালবামগুলোও ব্যবসায়িকভাবে দারুণ সফল হয়। বোন জুলির সঙ্গে গাওয়া গানও জনপ্রিয়তা পায়। তবে অনেক দিন ধরেই গান থেকে দূরে রয়েছেন বালাম।  

এবার বাবার পথেই পা বাড়ালেন বালামপুত্র ফাবিয়ান জাহাঙ্গীর। আগামী ২০ ফেব্রুয়ারি ১১ পূর্ণ হবে তার। এই বয়সেই গিটার বাজিয়ে চমকে দিয়েছেন ফাবিয়ান।

গেল ২৯ জানুয়ারি ফাবিয়ান প্রথম গিটার প্লে করেন। বিশ্ব বিখ্যাত ব্যান্ড ‘ডিপ পার্পল’-এর জনপ্রিয় গান ‘স্মোক অন দ্য ওয়াটার’ বাজিয়েছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে মাথায় উইক পরে গিটার বাজাচ্ছেন বালামপুত্র। সেই ভিডিও প্রকাশ করা হয়েছে ‘ফাবিয়ান জাহাঙ্গীর অফিসিয়াল’ নামের ইউটিউব চ্যানেল থেকে।  

বালাম ও সাগুফতা দম্পতির সন্তান ফাবিয়ান ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস ফোরে পড়ছেন। তিন মাস আগে ইউটিউব দেখে দেখে গিটার বাজানো শেখা শুরু করে। এছাড়া ইতোমধ্যে কি-বোর্ড বাজানোও শিখেছেন ফাবিয়ান।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।