ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

বিনোদন

‘খুব মিস করব’, জন্মদিনে কার কথা বলছেন জয়া আহসান?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১০, জুলাই ১, ২০২৫
‘খুব মিস করব’, জন্মদিনে কার কথা বলছেন জয়া আহসান?

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। মঙ্গলবার (০১ জুলাই) এই অভিনেত্রীর জন্মদিন।

তবে বিশেষ দিনটিতে ঢাকায় নেই তিনি। ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারণায় কলকাতায় ব্যস্ত সময় পার করছেন। এ কারণে কলকাতায় তার জন্মদিন পালন হচ্ছে, এই বিষয়টিতেই বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী।

জয়ার ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিংও চলছে। এর মধ্যেই সোমবার রাতে আয়োজন করা হয় অভিনেত্রীর প্রাক-জন্মদিন উদযাপনের। দক্ষিণ কলকাতার এক রেস্তরাঁয় এই আয়োজন করা হয়েছিল। আনা হয় চকোলেট কেক। এটিই জয়ার পছন্দের কেক।

অভিনেত্রী জানান, এই প্রথম কলকাতায় জন্মদিন উদযাপন করছেন। বহু বছর পরে এই ভাবে জন্মদিন পালন হচ্ছে। ঢাকাতেও নাকি এই ভাবে কখনও জন্মদিন উদযাপন করেননি। জয়া জানান, মঙ্গলবার অর্থাৎ জন্মদিনটা শুটিং করেই তার কাটবে। তবে জন্মদিনে উপহার পেতে এখনও ভালোবাসেন অভিনেত্রী।

জানা যায়, জন্মদিনের আয়োজনে রাখা হয় জয়ার পছন্দের গুড়ের পায়েস। কেক কাটা পর্ব শেষ হতেই পর্দার মা সোনালি গুপ্ত নিজে হাতে জয়াকে কেক খাইয়ে দেন। তবে এই জন্মদিনে নিজের মায়ের সঙ্গে দেখা হবে না জয়ার।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, মা আমার জন্মদিনে অনেক কিছুই আয়োজন করেন লুকিয়ে লুকিয়ে। তবে শেষ পর্যন্ত কিছুই লুকিয়ে রাখতে পারেন না। তবে এবার মাকে খুব মিস করব। ভিডিও কলে কথা বললাম মায়ের সঙ্গে। বললাম, জন্মদিনে এই প্রথমবার পায়েস খেলাম। আমাদের পায়েস খাওয়ার চল নেই। তাই মা শুনে খুব খুশি হলেন। তবে এই উদযাপন আমার সারা জীবন মনে থাকবে।

উল্লেখ্য, ‘ডিয়ার মা’ সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, সায়ন মুন্সীসহ আরও অনেকে।

এনএটি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।