ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

হাসপাতালে পরীমনি

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, জানুয়ারি ২৭, ২০২২
হাসপাতালে পরীমনি পরীমনি

হাসপাতালে নেওয়া হলো ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে। তার সঙ্গে রয়েছেন স্বামী শরিফুল রাজ।

খবরটি জানিয়েছেন পরীমনি নিজেই।  

জানা যায়, মঙ্গলবার (২৫ জানুয়ারি) গাজীপুরের শালনায় অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার শুটিংয়ে যোগ দেন পরীমনি। তবে বুধবার (২৬ জানুয়ারি) শুটিং শুরুর আগেই জ্বর-কাশিসহ করোনার উপসর্গ দেখা দেয় তার। মধ্যরাতে শারীরিক অবস্থা অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় এ অভিনেত্রীকে।  

এ বিষয়ে আরও জানা যায়, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) নমুনা পরীক্ষার জন্য স্যাম্পল দিয়েছেন পরীমনি। তবে এখনও রিপোর্ট হাতে পাননি।  

সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ এবং চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’র শুটিং শেষ করেছেন পরীমনি। এই চিত্রতারকার হাতে রয়েছে রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ ও অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার কাজ।  

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।