ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

বড় পর্দায় তাহসানের সঙ্গে বাঁধনের জুটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪০, নভেম্বর ২২, ২০২১
বড় পর্দায় তাহসানের সঙ্গে বাঁধনের জুটি তাহসান ও বাঁধন

সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
 
‘অ্যা ব্লেসড ম্যান’ সিনেমায় তাদের এক করতে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক সাদিক আহমেদ।

বিষয়টি তাহসান ও বাঁধন দু’জনই নিশ্চিত করেছেন।

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিনয় করে বিশ্ব আসরে নন্দিত হয়েছেন বাঁধন। এর পর থেকে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন তিনি। ১২ নভেম্বর সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর প্রশংসায় ভাসছে।

নতুন সিনেমা প্রসঙ্গে ফেসবুকে একটি ভিডিওতে বাঁধন বলেন, ‘এর গল্পটা আমার খুব পছন্দ হয়েছে, সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার নিজের চরিত্রটি। অনেক চ্যালেঞ্জিং একটা চরিত্র। এতোদিন অনেকে জানতে চেয়েছিলেন, আমার ওজন কেন এত কমে যাচ্ছে! আসলে এর কারণ হচ্ছে, নতুন এই চরিত্র, যার জন্য আমাকে আরও ওজন কমাতে হবে। ’

তাহসান খান বলেন, ‘সুন্দর একটি গল্প। দর্শক মুগ্ধ হবেন। দারুণ একটা সিনেমার আশা করছি। ’

খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।