ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

বালতি ভর্তি টাকা দিয়ে গোসল করলেন গায়িকা!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, নভেম্বর ১৯, ২০২১
বালতি ভর্তি টাকা দিয়ে গোসল করলেন গায়িকা! উর্বশী রড্ডিয়ার মাথায় বালতি ভর্তি টাকা ঢালা হচ্ছে

করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ ছিল জলসা, নাচ বা গানের আসর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোটা ভারত।

আবার শুরু হয়েছে মঞ্চে নাচ গানের অনুষ্ঠান।

সম্প্রতি ভারতের একটি নাচের আসরের ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, গুজরাটের বিখ্যাত গায়িকা উর্বশী রড্ডিয়া গান গাইছেন। তার গানে মন্ত্রমুগ্ধ উপস্থিত দর্শক-শ্রোতারা। এর মধ্যে একজন তার মাথায় বালতি ভর্তি টাকা ঢালছেন। এ যেন টাকার গোসল হয়ে গেল এই গায়িকার।  

আবার কয়েকজন উর্বশীকে টাকা ছুড়ছেন। এসব দেখে কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। বিস্মিতও হন বটে। হওয়ার কথাই। কারণ, টাকা দিয়ে গোসল করছেন তিনি।

ফোক গানে মুগ্ধ করে ভক্তদের কাছ থেকে টাকা পাওয়ার বিষয়টি উর্বশীর কাছে নতুন বিষয় নয়। উর্বশীকে নিয়ে এমন ভিডিও প্রায়ই দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে, অনুষ্ঠান শেষে এই টাকা গুছিয়ে পরবর্তী সময়ে কোনো দুস্থ মেয়ের বিয়েতে দান করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।