ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

বিনোদন

পরিচালক থেকে নায়ক রিজু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, নভেম্বর ১৬, ২০২১
পরিচালক থেকে নায়ক রিজু রিয়াজুল রিজু

পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেই বাজিমাত করেন রিয়াজুল রিজু। নিজের প্রথম সিনেমা ‘বাপজানের বায়োস্কোপ’ দিয়েই তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

 

এবার এই নন্দিত নির্মাতা নায়ক হিসেবে হাজির হতে যাচ্ছেন বড় পর্দায়। তানভীর হাসান পরিচালিত ‘মধ্যবিত্ত’ সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যাবে। এতে তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মি। সম্প্রতি তারা দু’জনই নাটকটির সঙ্গে যুক্ত হয়েছেন।

এ প্রসঙ্গে রিয়াজুল রিজু বলেন, আমি আগে নাটকের দলে যুক্ত ছিলাম। তাই অভিনয়ের সাহসটা দেখালাম। সিনেমাটির গল্প শুনেই আমার ভালো লেগেছে, তাই রাজি হলাম। আশা করছি দর্শকরা আমাকে ভালোভাবে গ্রহণ করবেন।

রিজু-শাম্মি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন সমু চৌধুরী, মাসুম আজিজ, বড়দা মিঠু, আমির সিরাজি, শবনম পারভীন ও ওমর মালিক প্রমুখ।

পরিচালক তানভীর হাসান বলেন, সিনেমাটি মৌলিক একটি গল্প নিয়ে তৈরি করা হচ্ছে। যা দেখে আশা করি দর্শককে বিনোদনের পাশাপাশি ভাবনার অনেক খোরাক যোগাবে।

ডিসেম্বরে মুন্সিগঞ্জ পদ্মার চরে বিভিন্ন লোকেশনে ‘মধ্যবিত্ত’ সিনেমার শুটিং হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
জেআইএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।