ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

রিসোর্টে ‘হি শি’ নিয়ে ঝামেলায় ফারহান-মাহি!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, নভেম্বর ৭, ২০২১
রিসোর্টে ‘হি শি’ নিয়ে ঝামেলায় ফারহান-মাহি! ‘হি শি’ নাটকের দৃশ্যে মুশফিক আর ফারহান, সামিরা খান মাহি ও তারিক আনাম খান

একটি মনোরম রিসোর্টকে ঘিরে তৈরি হয়েছে নাটক ‘হি শি’। এতে রিসোর্টের ম্যানেজার চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান।

বাবা-মেয়ের ভূমিকায় দেখা যাবে তারিক আনাম খান ও সামিরা খান মাহিকে।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং কে এম সোহাগ রানা নাটকটি যৌথভাবে লিখেছেন ও পরিচালনা করেছেন।

গল্পে দেখা যাবে, রিসোর্টে বাবাকে নিয়ে বেড়াতে আসেন একজন তরুণী। কিন্তু টয়লেটের দরজায় লেখা ‘হি’ মানে পুরুষ এবং ‘শি’ মানে মহিলা। বিষয়টি নিয়ে ম্যানেজারের সঙ্গে মেয়েটির ঝামেলা বেঁধে যায়! ম্যানেজার মোবাইল ফোনে কথা বলতে বলতে মহিলা টয়লেটে ঢুকে পড়েন! এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগোতে থাকে নাটকের গল্প।  

নাটকটি প্রসঙ্গে নির্মাতা রাজ বলেন, রিসোর্টে বেড়াতে গিয়ে আমাদের অনেকেরই নানান অভিজ্ঞতা হয়। এগুলোর কোনোটা হাসির, কোনোটা আনন্দের, আবার কিছু ঘটনা কষ্টেরও। এসব মিশ্র অনুভূতি নিয়ে সাজানো হয়েছে ‘হি শি’।

সিনেমাওয়ালার প্রযোজনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন তানজিম হাসান অনিক, নঈম ইমতিয়াজ নেয়ামূল, সানজিদা, ফারিহা।

নাটকটির একমাত্র গান ‘আমি তো বুঝিনি কখন’-এ কণ্ঠ দিয়েছেন তাসনিম আনিকা। এর কথা লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন আপেল মাহমুদ এমিল।  

রোববার (০৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে ‘হি শি’ নাটকটি প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
জেআইএম/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।