ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

আসছে ‘ব্যাচেলর পয়েন্ট ৪’ 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, অক্টোবর ১৭, ২০২১
আসছে ‘ব্যাচেলর পয়েন্ট ৪’  ‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা ও অভিনেতারা

দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ মাধ্যমে দর্শকদের পছন্দের তালিকায় উঠে আসে কাবিলা, নেহাল, শুভ, হাবু ও পাশাসহ বেশ কিছু চরিত্র। কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটির তৃতীয় সিজন পর্যন্ত প্রচার হয়।

এবার আসছে নাটকটির চতুর্থ সিজন।  

‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন দেখতে ব্যাকুল তরুণ প্রজন্মের দর্শকরা। তাদের কথা চিন্তা করেই অবশেষে নতুন সিজনের ঘোষণা দিয়ে দিলেন নির্মাতা ও শিল্পীরা। রোববার (১৭ অক্টোবর) ফেসবুকে ‘৪’ লিখে সিজন ফোরের ঘোষণা দেন তারা।

নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি থেকে শুরু করে অভিনেতা জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, প্রযোজক ধ্রুব গুহসহ অনেকেই একই পোস্ট দিয়েছেন নিজ নিজ ফেসবুকে। বিষয়টি নিয়ে নির্মাতা বলেন, ‘ঘটনা সত্য’।

কাজল আরেফিন অমি জানান, শিগগিরই শুটিং শুরু করবেন তারা। শিডিউল এখনও ঠিক হয়নি। তবে চলতি বছরেই শুটিং শুরু হবে। সবঠিক থাকলে আগামী বছরের প্রথম দিকে নাটকটির প্রচার শুরু হবে।

কয়েকদিন আগেই ‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা ও অভিনেতারা ‘ব্যাচেলর ট্রিপ’-এ সিলেট গিয়েছিলেন। সেখানে ছিলেন মারজুক রাসেল, মিশু সাব্বির, পলাশ, চাষি আলম, শিমুল,পাবেল ও অন্যরা।

ছবিটি শেয়ার করার পর থেকেই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে- নতুন কোনও চমক নিয়ে আসছেন নির্মাতা অমি? নাকি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চতুর্থ সিজন আসতে যাচ্ছে?

ওই সময় নির্মাতা জানিয়েছিলেন, ‘ব্যাচেলর পয়েন্ট টিমের সবাই মিলে ‘ব্যাচেলর ট্রিপ’ দিচ্ছি। সেখানে ঘুরার পাশাপাশি পরবর্তী কাজের পরিকল্পনা করবেন। অবশেষে নতুন পরিকল্পনার কথা একসঙ্গে শেয়ার করে নিলেন তারা।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর তৃতীয় সিজন শেষ হয়েছে গত ১৩ এপ্রিল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, সানজানা সরকার রিয়া, চাষি আলম, মুসাফির শোয়েব, শিমুলসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।