ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

২০ বছর পর ফিরছে সানি-আমিশা জুটি

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৫, অক্টোবর ১৬, ২০২১
২০ বছর পর ফিরছে সানি-আমিশা জুটি সানি দেওল ও আমিশা প্যাটেল

দুই দশক আগে বলিউডের বক্স অফিস কাঁপিয়েছিল সানি দেওল ও আমিশা প্যাটেল জুটির সিনেমা ‘গদর: এক প্রেম কথা’। ২০ বছর পর আবারও সেই ‘প্রেমকথা’ নিয়ে ফিরছে বলিউডের এই সুপারহিট জুটি।

 

শুক্রবার (১৫ অক্টোবর) ভক্তদের এই সুখবর দিলেন সানি দেওল। এ অভিনেতা জানান, শিগগিরই পর্দায় আসছে ‘গদর ২’।

১৯৪৭ সালের দেশভাগ এবং তার পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটের এক প্রেমকাহিনি নিয়ে ‘গদর: এক প্রেম কথা’ নির্মাণ করেছিলেন অনিল শর্মা। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির সংলাপ থেকে গান, সবকিছুই দর্শকদের কাছে প্রশংসা কুড়িয়েছিল।

শুক্রবার ‘গদর ২’সিনেমার মোশন পোস্টার পোস্ট করেছেন সানি দেওল। আর সেখানেই জানা গেল, আবারও আমিশার সঙ্গেই জুটি বাঁধছেন এ অভিনেতা। এবারের সিনেমাটিও নির্মাণ করবেন অনিল শর্মাই।  

সিনেমাটিতে দেখা যাবে নির্মাতার পুত্র উৎকর্ষ শর্মাকেও। আগের সিনেমাটিতে সানি দেওল ও আমিশার ছেলের ভূমিকায় দেখা গিয়েছিল উৎকর্ষকে। ২০ বছর পর নতুন রূপে ধরা দেবেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।