ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

২ যুগ পর মঞ্চে আফজাল হোসেন

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, অক্টোবর ১৪, ২০২১
২ যুগ পর মঞ্চে আফজাল হোসেন আফজাল হোসেন

প্রায় ২ যুগ পর মঞ্চে ফিরছেন চিরসবুজ অভিনেতা আফজাল হোসেন। নাট্যদল ‘ঢাকা থিয়েটার’র সদস্য তিনি।

সবশেষ দলটির হয়ে মঞ্চে নাসির উদ্দীন ইউসুফ নির্দেশিত ‘কেরামত মঙ্গল’ নাটকে অভিনয় করেছিলেন এ অভিনেতা।  

দীর্ঘ দুই যুগের বিরতি কাটিয়ে ‘পেন্ডুলাম’ নাটকের মাধ্যমে মঞ্চে ফিরছেন আফজাল হোসেনকে। এ খবরটি জানিয়েছেন নাট্যকার মাসুম রেজা। তিনি জানান, নাটকটি যৌথভাবে প্রযোজনা করবে ঢাকা থিয়েটার ও দেশ নাটক।  

নাটকটির নাট্যকার মাসুম রেজা নিজে। এটির নির্দেশনা দিচ্ছেন নাসির উদ্দীন ইউসুফ। আগামী বছরের জানুয়ারিতে একসঙ্গে নাটকটির চারটি শো হবে মঞ্চায়ন হবে। এর আগে নিয়মিত চলছে এর মহড়া।  

আফজাল হোসেন সত্তরের দশকের মাঝামাঝি সময়ে মঞ্চ নাটকে অভিনয় শুরু করতেন। পরবর্তী সময়ে টিভি নাটকে অভিনয় শুরু করেন তিনি। আশির দশকে শুরু করেন বিজ্ঞাপন নির্মাণ। এরপর টেলিভিশনেই অভিনয় করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।