ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

বিনোদন

শাহরুখের গাড়িচালককে জিজ্ঞাসাবাদ

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, অক্টোবর ১০, ২০২১
শাহরুখের গাড়িচালককে জিজ্ঞাসাবাদ শাহরুখ খান

ছেলে আরিয়ানের পর এবার বিপাকে শাহরুখ খানের গাড়িচালক। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

মাদককাণ্ডে তার কোনও যোগসূত্র রয়েছে কিনা, সে বিষয়টি অনুসন্ধান করেছে গোয়েন্দারা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, শাহরুখের গাড়িচালককে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে এনসিবির সদস্যরা। মাদককাণ্ডে তার কোনও যোগসূত্র রয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি আরিয়ানের বিষয়েও জানতে চাওয়া হয় তার কাছে।  

এর আগে হঠাৎ করেই প্রযোজক ইমতিয়াজ খাতরির বাড়ি ও অফিসে অভিযান চালায় এনসিবির কর্মকর্তারা। সূত্রের খবর, অচিত কুমার নামের এক ব্যক্তিকে গাঁজাসহ চলতি সপ্তাহেই আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার সময় ইমতিয়াজের নাম প্রকাশ্যে আসে।  

গত ২ অক্টোবর প্রমোদতরী থেকে আটক করা হয় শাহরুখপুত্র আরিয়ানসহ আটজনকে। এরপর ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর গ্রেফতার করা হয় তাদের। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন আরিয়ানসহ অন্যরা।  

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।