ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

অভিনয় ছাড়ার ২ বছর পর প্রকাশ্যে জাইরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, অক্টোবর ৬, ২০২১
অভিনয় ছাড়ার ২ বছর পর প্রকাশ্যে জাইরা জাইরা ওয়াসিম

ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে দুই বছর আগে অভিনয়কে বিদায় জানিয়েছেন বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিম। ইসলামের টানে শোবিজ ছাড়ার পর দীর্ঘ সময় ধরে সামাজিক মাধ্যমে নিজের কোনো ছবি পোস্ট করেননি তিনি।

তবে নানা সময় বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে রয়েছেন আলোচনায়।

২০১৯ সালের ৩০ জুনের পর প্রথমবার নিজের একটি ছবি প্রকাশ করলেন এই সাবেক অভিনেত্রী।  

ইনস্টাগ্রামে জাইরার পোস্ট করা ছবিতে বোরখা পরা অবস্থায় একটা ব্রিজের উপর হাঁটতে দেখা গিয়েছে তাকে। ক্যামেরার দিকে পিঠ করে রয়েছেন তিনি, মুখ দেখা যাচ্ছে না।

ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘অক্টোবরের উষ্ণ সূর্যকিরণ’’।

এতোদিন পর জাইরার উপস্থিতি তার অনুরাগীদের আনন্দ যুগিয়েছে।

২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ সিনেমায় অনবদ্য অভিনয় করে বলিউড মাত করেছিলেন জাইরা। ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগায় বলিউডকে বিদায় জানান জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী।  

জাইরা অভিনীত শেষ সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। এতে প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।