ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

‘ব্ল্যাক’ ব্যান্ডের জাহানের মা আর নেই

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, অক্টোবর ৩, ২০২১
‘ব্ল্যাক’ ব্যান্ডের জাহানের মা আর নেই খাদেমুল জাহান

দেশের বহুল আলোচিত ব্যান্ড ‘ব্ল্যাক’-এর অন্যতম সদস্য, গিটারিস্ট খাদেমুল জাহানের মা হাসনা হেনা আর নেই। শনিবার মধ্যরাত ১ টার দিকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। হাসনা হেনা দুই ছেলে- খাদেমুল জাহান, খাদেমুল ইনসান’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জাহানের মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু-সহকর্মী ঈশা খান দূরে বলেন, ‘জাহানের মা দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যা ভুগছিলেন। গতকাল রাতে সমস্যা গুরুতর হলে তাকে সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পরই ব্রেইন স্ট্রোক হয়। এর কিছুক্ষণ পরেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ’

তিনি আরও বলেন, ‘রোববার (৩ অক্টোবর) হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিট মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে আজিমপুর করবস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়। ’

প্রসঙ্গত, রক ব্যান্ড ‘ব্ল্যাক’ ১৯৯৯ সালে আত্মপ্রকাশ করে। মূলত তারা অল্টারনেটিভ রক ধাচের গান করে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এনএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।