ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

ভারতে কনসার্ট করতে গিয়ে চোট পেলেন ইয়োহানি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, অক্টোবর ২, ২০২১
ভারতে কনসার্ট করতে গিয়ে চোট পেলেন ইয়োহানি ইয়োহানি ডি সিলভা

সিংহলী ভাষার গান ‘মানিকে মাগে হিথে’ দিয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছেন শ্রীলংকার তরুণ শিল্পী ইয়োহানি ডি সিলভা। গানটি গেয়ে ভারতেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

তাই গান গাওয়ার আমন্ত্রণ পেয়ে দেশটিতে ছুটে গিয়েছেন তিনি।

কিন্তু ইয়োহানির ভারত সফরটা খুব একটা সুখকর হলো না। নয়া দিল্লিতে পারফর্ম করতে গিয়ে চোখের নিচে চোট পেয়েছেন তিনি।  

শনিবার (০২ অক্টোবর) নিজেই সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন ইয়োহানি। একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘স্টেজ শো করতে গিয়ে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছিল। ওই মুহূর্তে এতটাই উত্তেজিত ছিলাম, গানের মধ্যে ডুবে গিয়েছিলাম যে গিটারের মাথায় মুখ ঠুকেই ফেলি। যার জেরে চোট পাই। কিন্তু, এতটা আঘাত লেগেছে, সেটা বুঝতে পারিনি। ’

ছবিতে ইয়োহানির চোখের কোনায় গভীর কালি দেখা যাচ্ছে। তবে চোট পেলেও তার গান গাওয়া যে বিরতিহীনভাবে চলছেই, সেটাও জানিয়ে দিয়েছেন এই গায়িকা।  

রোববার (০৩ অক্টোবর) হায়দ্রাবাদের একটি কফি শপে লাইভ গান গাইবেন তিনি।

‘মানিকে মাগে হিথে’ গানটির অরিজিন্যাল ভার্সন গেয়েছিলেন শশীশান রথনায়কা। চলতি বছরের মে মাসে সেই গানটি ইয়োহানি ডি সিলভা কভার ভার্সন তৈরি করেন। যা রাতারাতি ভাইরাল হয়ে যায় বিশ্বের নানা দেশে।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।