ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

পাকিস্তানি কমেডিয়ানের মৃত্যুতে শোকাহত কপিল শর্মা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, অক্টোবর ২, ২০২১
পাকিস্তানি কমেডিয়ানের মৃত্যুতে শোকাহত কপিল শর্মা উমর শরিফ ও কপিল শর্মা

পাকিস্তানের কমেডি জগতের শীর্ষ তারকা উমর শরিফ (৬৬) মারা গেছেন। জার্মানিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

তার মৃত্যুতে শোকাহত ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা।

জিও টিভির ‘দ্য শরিফ শো’ দিয়ে দারুণ খ্যাতি পেয়েছিলেন উমর শরিফ। শারীরিকভাবে অসুস্থ ছিলেন অনেকদিন। শেষদিকে বেশির ভাগ সময় হুইল চেয়ারেই কাটিয়েছেন তিনি।  

শোক প্রকাশ করে কপিল শর্মা ক্যাপশনে লেখেন, ‘বিদায় কিংবদন্তি। আপনার আত্মার শান্তি কামনা করছি। ’ 

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন উমর শরিফ। তার চিকিৎসার জন্য ৪০ মিলিয়ন টাকার অর্থ সাহায্য ধার্য করা হয়েছিল, যাতে তাকে আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো যায়।  

অল্প বয়সেই কমেডি জগতে যাত্রা শুরু করেছিলেন উমর শরিফ। খ্যাতি এবং অঢেল ভালোবাসাও পেয়েছিলেন দর্শকদের থেকে। ১৯৯২ সালে জাতীয় পুরস্কার দ্বারা ভূষিত হন। পরবর্তীতে পরিচালক, অভিনেতা এবং নানান পরিসরে কাজ করেছেন তিনি। এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ‘কিং অব কমেডি’। কমেডিয়ান হওয়ার পাশাপাশি তিনি অভিনেতা, পরিচালক ও প্রযোজকও ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।