ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

পূজা উপলক্ষে মিমিকে লাখ টাকার উপহার দিলেন কে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, সেপ্টেম্বর ২৫, ২০২১
পূজা উপলক্ষে মিমিকে লাখ টাকার উপহার দিলেন কে? মিমি চক্রবর্তী

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার আদান-প্রদানের রীতি অনেক পুরনো। প্রিয় মানুষকে পূজা উপলক্ষে অনেকে নানান ধরনের দামি উপহার দিয়ে থাকেন।

তবে পূজা শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগেই লাখ টাকার দামি উপহার এলো ওপার বাংলার অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তীর হাতে। উপহারটি পাওয়ার সঙ্গে সঙ্গে তা সামাজিক মাধ্যমে শেয়ার করতে একেবারেই ভুল করেননি অভিনেত্রী।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বাজারে লঞ্চ হয়েছে অ্যাপেলের আইফোন ১৩! যার দাম ১ লাখ টাকারও বেশি। আর এই এক্সক্লুসিভ মোবাইলটি বাজারে আসা মাত্রই চলে এলো মিমির কাছে। তবে এই তারকা উপহারটি নিজেই নিজেকে দিয়েছেন, নাকি কেউ তাকে উপহার হিসাবে পাঠিয়েছেন, তা তিনি স্পষ্ট করেনি।  

মোবাইলটির ছবি শেয়ার করে মিমি লেখেন, ‘এটা আইফোন ১৩, এইটুকু শো-অফ তো করাই যায়!’

বর্তমানে মিমির হাতে রয়েছে একাধিক সিনেমা। কিছুদিন আগে ওড়িশাতে অরিন্দম শীলের ‘খেলা যখন’ সিনেমার শুটিং সম্পন্ন করেছেন তিনি। এরপর শুরু করেছেন মৈনাক ভৌমিকের সিনেমা ‘মিনি’। এর ফার্স্টলুক এরই মধ্যে প্রকাশ পেয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।