ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

অভিনেতা মাইকেল কে উইলিয়ামসের জীবনাবসান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১১, সেপ্টেম্বর ৭, ২০২১
অভিনেতা মাইকেল কে উইলিয়ামসের জীবনাবসান মাইকেল কে উইলিয়ামস

হলিউডের অভিনেতা মাইকেল কে উইলিয়ামস মারা গেছেন। সোমবার (০৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে নিজের অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত্যুকালে মাইকেলের বয়স হয়েছিলো ৫৪ বছর।

নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে স্থানীয় সংবাদমাধ্যমকে জানানো হয়, সোমবার দুপুরে মাইকেলের মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার চারপাশে বেশ কিছু কড়া মাদকের নমুনা পাওয়া যায়।  

এ অভিনেতার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। অতিরিক্ত মাদক সেবনের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।  

মাইকেল এইচবিও চ্যানেলের বিখ্যাত টিভি সিরিজ ‘দ্য ওয়্যার’-এ ওমর লিটলের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। এছাড়াও ‘ব্রডওয়াক এম্পায়ার’, ‘লাভক্রাফ্ট কান্ট্রি’-এর মতো সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে।  

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।