ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

দুই দশক পর ফের একসঙ্গে সাইফ ও ঋত্বিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, জুলাই ১০, ২০২১
দুই দশক পর ফের একসঙ্গে সাইফ ও ঋত্বিক ঋত্বিক ও সাইফ

২০০২ সালে ‘না তুম জানো না হাম’ সিনেমায় একসঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন বলিউড অভিনেতা সাইফ আলী খান ও ঋত্বিক রোশন। এরপর দু’জন আলাদাভাবে কাজ করে গেলেও জুটি বেঁধে আর হাজির হননি বড় পর্দায়! 

দীর্ঘ দুই দশক পর ফের এক হচ্ছেন সাইফ- ঋত্বিক।

একটি পৌরাণিক কাহিনির গল্প নিয়ে তৈরি হওয়া সিনেমায় এই দুই নায়ক অভিনয় করতে যাচ্ছেন। পরিচালক পুষ্কর ও গায়েত্রীর পরিচালনায় দক্ষিণী সিনেমা ‘বিক্রম-বেধা’র হিন্দি রিমেক হতে যাচ্ছে এটি।

শনিবার (১০ জুলাই) বলিউড সিনেমার বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে বিষয়টি জানান।

তামিল সিনেমা ‘বিক্রম-বেধা’ ২০১৭ সালে মুক্তির পর বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে। এরপরই সিনেমাটির হিন্দি রিমেক নির্মাণের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে শুরুতে সাইফের সঙ্গে আমির খানের অভিনয়ের কথা সামনে এসেছিল।  

তামিল সিনেমাটিতে আর মাধবন ও বিজয় শেতুপতি অভিনয় করেন। তাদের দুইটি চরিত্রেই দেখা যাবে সাইফ ও ঋত্বিককে। করোনার আবহে শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে ভারতের বাইরে। আগামী ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।